ভারত ভূমি, হেমেন বর্মন, Sukdepur S. C. High School Magazine "Uttaran" part-1 Year-2006
ভারত ভূমি
হেমেন বর্মন
ষষ্ঠ শ্রেণী, বিভাগ-ক, (২০০৬)
![]() |
| India Map |
হে আমার ভারত ভূমি,তুমিই আমায় করিয়াছ দান সারাজীবন রাখব তোমার মান। তোমারি বুকে দাঁড়িয়ে মাগো করি প্রার্থনা, তোমায় আমি সারাজীবন কখন কিছুতেই ভুলবনা। তুমিই আমায় দেখিয়েছো আলো তাইতো আমি তোমায় বেসেছি ভালো। হে আমার হে ভারত ভূমি তুমিই আমার মা তুমিই আমার জন্মভূমি।

No comments