Thursday 24 October 2019

কবিতা- শিশু, অমরেশ সরকার, Sukdepur S. C. High School Magazine "Uttaran" part-1 Year-2006

                                       শিশু
                              অমরেশ সরকার
শ্রেণী-সপ্তম, বিভাগ-ক, (২০০৬)

কবিতা- শিশু, অমরেশ সরকার, Sukdepur S. C. High School Magazine "Uttaran" part-1 Year-2006, Sukdevpur S. C. High School
Child



ওগো শিশু, পড়াশোনা করো মন দিয়ে,
পৃথিবীতে শিক্ষার প্রদীপ দাও জ্বালিয়ে।
তোমরা পৃথিবীর করবে স্বাক্ষর।
সারা পৃথিবী যেন আবৃত থাকে শিক্ষায়,
এই পৃথিবীতে শুধু চাই শিক্ষা, বোধ আর সুজ্ঞান-
যার শিক্ষা, বোধ, সুজ্ঞান নাই সে শুধু ক্ষনে হয় অপমান।
"তুমি যাহা চিন্তা করিবে তাহাই হইয়া যাইবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাব, তবে দুর্বল হইবে। তেজস্বী ভাবলে তেজস্বী হইবে।"
                                             _ স্বামী বিবেকানন্দ।

No comments:

Post a Comment